ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে ইবি শিক্ষার্থীরা, আবেদন করবেন যেভাবে

ইবি সংবাদদাতা 

প্রকাশিত: ১৮:৪৬, ৩ অক্টোবর ২০২৩

প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে ইবি শিক্ষার্থীরা, আবেদন করবেন যেভাবে

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইসিটি সেল বরাবর আবেদন করলেই শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে ও তাদের পছন্দ অনুয়ায়ী ই-মেইল প্রদান করা হচ্ছে। 

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। গত আগস্টের প্রথম সপ্তাহ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি বলেন, প্রাথমিক ই-মেইল প্রাপ্তির জন্য বিভাগীয় সভাপতির মাধ্যম ও সুপারিশসহ আইসিটি সেলের পরিচালক বরাবর আবেদন করতে হবে শিক্ষার্থীদের। আবেদনে শিক্ষার্থীদের প্রত্যাশিত একটি ই-মেইল উল্লেখ করতে হবে। আমরা সেটার সঙ্গে এবং বিভাগের সঙ্গে লিংক করে ই-মেইল আইডি দিয়ে দিচ্ছি।

তিনি আরো বলেন, যেহেতু সকল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের মতো যথেষ্ট স্টোরেজ ক্যাপাসিটি নেই। চতুর্থ বর্ষের আগে রিসার্স বা বিদেশে উচ্চশিক্ষার জন্য সাধারণত কেউ যায় না। ফলে চতুর্থ বর্ষের আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রয়োজন হয় না। তাই আমরা শুধু সিনিয়র শিক্ষার্থীদেরকেই প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করছি।

এর আগে প্রাতিষ্ঠানিক ই-মেইলের দাবিতে উপাচার্য বরাবর পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সহ সাধারণ শিক্ষার্থীরা।

 

এসআর

×