ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিএইচডি ডিগ্রি পেলেন মেজর জেনারেল আমিনুল

প্রকাশিত: ১৬:৩৫, ১৯ নভেম্বর ২০২২; আপডেট: ১৬:৫০, ১৯ নভেম্বর ২০২২

পিএইচডি ডিগ্রি পেলেন মেজর জেনারেল আমিনুল

সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে পিএইচডি ডিগ্রি পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল ‘ডেভেলপমেন্ট অব ওপেন স্পেস ম্যানেজমেন্ট সিস্টেম টু রেসপন্স সিনারিয়ো আর্থকুয়াক ইন ঢাকা মেট্রোপলিটন এরিয়া’।

মেজর জেনারেল আমিনুল কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। তিনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিইউপি থেকে দুটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

আমিনুল হকের বড় ভাই পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তার ছোট ভাই ড. এ কে এম আশরাফুল হক সিয়াম একজন কার্ডিয়াক সার্জন।

এসআর

×