
বি.এস.সি (অনার্স), এম.এস.সি
(১ম শ্রেণি, রসায়ন),
সহকারি শিক্ষক,
কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়,
আদমদীঘি, বগুড়া।
মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭
শতকরা
প্রশ্ন ১। শতকরা কী?
উত্তর : শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক % দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন ২। ১০০% এর অর্থ কী?
উত্তর : ১০০% এর অর্থ হলো ১০০/১০০ = ১।
প্রশ্ন ৩। কোন বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী?
উত্তর : ৪০ জন।
প্রশ্ন ৪। কোন বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২% ছাত্রী। বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী?
উত্তর : ২১ জন।
প্রশ্ন ৬। সখিপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন। তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর।
উত্তর : ৫১২ জন।
প্রশ্ন ৭। বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?
উত্তর : আসল।
প্রশ্ন ৮। বার্ষিক মুনাফার সূত্র লেখ।
উত্তর : বার্ষিক মুনাফা = আসল * বার্ষিক মুনাফার হার /১০০।
প্রশ্ন ৯। শতকরা লাভ (লাভ %) বা শতকরা ক্ষতি (ক্ষতি %) সবসময় কিসের ওপর হিসাব করা হয়?
উত্তর : ক্রয় মূল্যের ওপর।
প্রশ্ন ১০। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : লাভ হয়।
প্রশ্ন ১১। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : ক্ষতি হয়।
প্রশ্ন ১২। কোন ব্যাংক থেকে বার্ষিক ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে, ১ বছর পর ৬০০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?
উত্তর : ৭৫০০ টাকা।
প্রশ্ন ১৩। তনিমা কোন ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২,০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার ৬%। ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
উত্তর : ৩৬০ টাকা।
প্রশ্ন ১৪। ৮ টাকার ৭৫% সমান কত?
উত্তর : ৬ টাকা।
প্রশ্ন ১৫। ৬০ টাকার ২৫% কত?
উত্তর : ১৫ টাকা।
প্রশ্ন ১৭। লাভের সূত্রটি লেখ।
উত্তর : লাভ = বিক্রয় মূল্য-ক্রয় মূল্য।
প্রশ্ন : ১৮। মুনাফা কী?
উত্তর : আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হলো মুনাফা।
প্রশ্ন : ১৯। এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা তি হবে?
উত্তর : ৫% ক্ষতি হবে।
প্রশ্ন ২০। ০.০৯ কে শতকরায় প্রকাশ কর।
উত্তর : ৯%।