জ্ঞানমূলক প্রশ্নোত্তর
০১। জীবদেহের গঠন ও কাজের একক কী?
উত্তর : কোষ
০২। জীবদেহে কোষ বিভাজন কয় প্রকার?
উত্তর : তিন
০৩। জাইগোট বার বার বিভাজিত হয়ে কী উৎপন্ন হয়?
উত্তর : অসংখ্য কোষ
০৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
উত্তর : ২
০৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?
উত্তর : জাইগোট
০৬। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তর : অ্যামাইটোসিস
০৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়?
উত্তর : ২ অংশে
০৮। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তর : অ্যামাইটোসিস
০৯। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
উত্তর : অ্যাস্টার
১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?
উত্তর : মাইটোসিস
১১। উদ্ভিদের ভ্রুণমূল ও ভ্রুণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
উত্তর : মাইটোসিস
১২। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
উত্তর : প্রো-মেটাফেজ
১৩। কোন কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন বলে?
উত্তর : মাইটোসিস
১৪। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?
উত্তর : টেলাফেজ
১৫। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কী অবস্থায় থাকে?
উত্তর : কুন্ডলিত
১৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়?
উত্তর : মাইটোসিস
১৭। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?
উত্তর : ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
১৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর : অ্যানাফেজ
১৯। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
উত্তর : ২ ভাগে
২০। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
উত্তর : প্রোফেজ
২১। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
উত্তর : মেটাফেজ
২২। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়?
উত্তর : প্রোফেজ
২৩। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তর : ৫
২৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
উত্তর : মেটাফেজ
২৫। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?
উত্তর : অ্যানাফেজ
২৬। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
উত্তর : প্রোফেজ
২৭। V আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
উত্তর : মেটাসেন্ট্রিক
২৮। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
উত্তর : প্রো-মেটাফেজ
২৯। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?
উত্তর : টেলাফেজ
৩০। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন?
উত্তর : V, L, J আকারের
৩১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোটা হয়?
উত্তর : মেটাফেজ
৩২। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়?
উত্তর : টেলাফেজ
৩৩। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
উত্তর : ইন্টারফেজ
৩৪। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে?
উত্তর : মাইটোসিস
৩৫। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে
৩৬। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
উত্তর : টেলাফেজ
৩৭। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়?
উত্তর : ৪র্থ
৩৮। মাইটোসিসের কোন পর্যায়ে নিউকিয়ার মেমব্রেন এবং নিউকিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
উত্তর : মেটাফেজ
৩৯।মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?
উত্তর : সেরিবেলাম
৪০। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
উত্তর : মেটাফেজ
৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
উত্তর : মেটাফেজ
৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
উত্তর : মিয়োসিস