
ছবি: সংগৃহীত
রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের অতিরিক্ত সিট ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে কলেজ প্রশাসন দুইশো টাকা ভাড়া কমিয়ে পূর্বের ন্যায় পাঁচশো টাকা নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার ( ২২ মে ) বিকেল সাড়ে পাঁচ টায় কলেজের প্রশাসন ভবনের শিক্ষক মিলনায়তনে পূর্ব ঘোষিত আলোচনা সভা শেষে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এই ঘোষণা দেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন, ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক ড.শাহ মোঃ মাহবুব আলম। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম সৌরভসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্রাবাসের বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা।
আলোচনা সভায় শেষে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের মাসিক ভাড়া ৭০০ টাকা থেকে কমিয়ে বর্তমানে ৫০০ টাকা করা হয়েছে যা সকল আবাসিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি এনেছে।
৫ ই আগস্ট পরবর্তী সময় থেকে এই বিষয়ে আমরা রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপিসহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছি যার প্রেক্ষিতে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে পেরেছি।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, দীর্ঘদিনের সাধারণ শিক্ষার্থীদের একটা দাবি ছিল যেন ছাত্রাবাসের অতিরিক্ত ভাড়া কমানো হয়। যার পরিপ্রেক্ষিতে আজ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল ব্লকের কনভেনারদের নিয়ে কলেজ প্রশাসনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের একটাই দাবি ছিলো যেন সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি কোনোভাবেই না হয়, সাধারণ শিক্ষার্থীরা যেন সাচ্ছন্দে থাকতে পারে। কলেজ প্রশাসনের শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে ভাড়া কমিয়ে পূর্বের ন্যায় ৫০০ টাকা করেছে। কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্ত কে আমরা স্বাগত জানাই।
উল্লেখ্য, ছাত্রাবাসের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে কলেজ প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসছিলো। যার পরিপ্রেক্ষিতে সর্বশেষে ১৪ মে শিক্ষার্থীদের ভাড়া কমানোর আন্দোলনের মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কলেজ অধ্যক্ষ। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে ২২ মে আলোচনায় বসার সিদ্ধান্ত জানানো হয় কলেজ প্রশাসনের পক্ষ থেকে। পূর্ব ঘোষিত আলোচনা সভার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ২২ মে আলোচনা সভা শেষে ভাড়া কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলীম