ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবের বেহাল দশা

মো: মুরসালিন চৌধুরী, কন্ট্রিবিউটিং রিপোর্টার, হাটহাজারী, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩২, ২২ মে ২০২৫

হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবের বেহাল দশা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার যুগে এসেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক ডিজিটাল জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ল্যাবে থাকা মোট ১৭টি ল্যাপটপের মধ্যে ৭টি সম্পূর্ণ অকেজো এবং বাকি ১০টি কোনোমতে সচল রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, ল্যাপটপগুলো আলমিরায় বন্দি অবস্থায় রয়েছে, যার ওপরে জমে আছে ধুলোর স্তর। এর থেকেই স্পষ্ট যে দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করা হয়নি এবং শিক্ষার্থীদের অধিকাংশই ল্যাপটপ চালু বা বন্ধ করতেও জানে না।

প্রতিষ্ঠানটির কম্পিউটার শিক্ষক সুজন মজুমদার বলেন , “আমরা চাই শিক্ষার্থীদের হাতে কলমে শেখাতে , কিন্তু পরীক্ষাসহ বিভিন্ন বন্ধের কারণে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয়নি।”

অভিভাবকদের মাঝেও বিষয়টি নিয়ে অসন্তোষ বিরাজ করছে। এক অভিভাবক আব্দুর রহিম জানান, তার ছেলে কম্পিউটার শেখার আগ্রহ প্রকাশ করলে প্রধান শিক্ষক তার কাছে মাসে ১,০০০ টাকা দাবি করেন। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম জানান, “ল্যাবের জন্য দেওয়া ল্যাপটপগুলো খুব নিম্নমানের ছিল। কিছুদিন ব্যবহারের পরই নষ্ট হয়ে গেছে।” তবে নিয়মিত ক্লাস না হওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর তিনি দিতে পারেননি।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা বলেন, “কম্পিউটার ল্যাবগুলো অপাত্রে কন্যাদানের মতোই হয়েছে। যদি এই বিদ্যালয়ের ক্ষেত্রে গাফিলতি প্রমাণিত হয়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবের এ অবস্থায় শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

আলীম

×