
সূচক এপ্রিল মাসের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে
দেশের ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) এপ্রিল মাসের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। এপ্রিলে এ মান ছিল ৫২.৯। মে মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৮.৯-এ। রবিবার প্রকাশিত বাংলাদেশ পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) রিপোর্টে এ চিত্র ফুটে উঠেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশ করে। সূচেকের এ পরিস্থিতি একটি দ্রুত সম্প্রসারণ হার নির্দেশ করে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।
পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যা দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ প্রদান করে, যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। এটি এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগ, যেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর কারিগরি সহায়তা রয়েছে। প্রকাশিত রিপোর্টে বলা হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬.০ পয়েন্ট বেড়ে ৫৮.৯-এ উন্নীত হয়েছে।
কৃষি খাত টানা ৮ম মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং তা দ্রুতগতিতে হয়েছে। এই খাতে নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, ইনপুট খরচ সূচকে দ্রুত সম্প্রসারণ দেখা গেছে ও অর্ডার ব্যাকলগ সূচক আবার সম্প্রসারণে ফিরে এসেছে। এ বৃদ্ধির প্রধান কারণ কৃষি, উৎপাদন ও সেবা খাতে দ্রুত সম্প্রসারণ। যদিও নির্মাণ খাতে কোনো পরিবর্তন দেখা যায়নি।
পিএমআই রিপোর্ট অনুযায়ী, দেশের উৎপাদন খাত টানা ৯ম মাসে সম্প্রসারণ করেছে এবং তা আগের চেয়ে দ্রুত। বেশিরভাগ সূচকে সম্প্রসারণ হলেও, অর্ডার ব্যাকলগ সূচক টানা ১০ মাস ধরে সংকোচনের মধ্যেই আছে, যদিও এ মাসে তা তুলনামূলকভাবে ধীর হয়েছে। সেবা খাত টানা ৮ম মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং তা দ্রুতগতিতে। নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচক দ্রুত সম্প্রসারণে ছিল, কিন্তু কর্মসংস্থান সূচকে ধীর সম্প্রসারণ দেখা গেছে। ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচক আবার সম্প্রসারণে ফিরেছে।
নির্মাণ খাত টানা ৬ষ্ঠ মাসে সম্প্রসারণে ছিল উল্লেখ করে রিপোর্টে বলা হয়, তবে গত মাসের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। নির্মাণ কার্যক্রম সূচক দ্রুত সম্প্রসারণ দেখালেও ইনপুট খরচ সূচক ধীর সম্প্রসারণে ছিল। নতুন ব্যবসা এবং কর্মসংস্থান সূচক আবার সংকোচনে ফিরে গেছে, তবে অর্ডার ব্যাকলগ সূচক সম্প্রসারণে ফিরে এসেছে। ভবিষ্যৎ ব্যবসা সূচক অনুযায়ী, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে ধীর সম্প্রসারণ দেখা গেছে, তবে কৃষি খাতে দ্রুত সম্প্রসারণ হয়েছে।