ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

প্রকাশিত: ০০:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

ছবি: সংগৃহীত

অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকদের এখন থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ) পরিশোধ করতে হবে। এতদিন এই চার্জ ১৫ টাকা ছিল। তবে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ১৫ টাকা পরিশোধ করবে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নতুন হার কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম ৫টি লেনদেনে প্রতি লেনদেনে (২০ হাজার টাকা বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কম পরিমাণ) ১৫ টাকা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য। পরবর্তী লেনদেনে প্রতি লেনদেনে ৩০ টাকা (ভ্যাটসহ) চার্জ আদায় করা হবে। এছাড়া, সর্বোচ্চ উত্তোলন সীমা এনপিএসবি-এর আওতায় একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন।

 

এছাড়া, হিসাবের সংক্ষিপ্ত বিবরণী ও স্থিতির জন্য অতিরিক্ত ৫ টাকা (ভ্যাটসহ), ক্ষুদে বিবরণীর জন্য ৫ টাকা (ভ্যাটসহ) এবং তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা (ভ্যাটসহ) সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে।

এনপিএসবি-এর আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকে অনলাইনে টাকা পাঠালে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

 

বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাটসহ) এবং ২৫ হাজার টাকার বেশি লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা (ভ্যাটসহ) চার্জ নির্ধারণ করা হয়েছে।

এমএফএস/পিএসপি ওয়ালেটের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ), যেটি কম হবে সেটি প্রযোজ্য হবে। নতুন চার্জ কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে।

 

তাবিব

×