ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারবেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৬, ২২ নভেম্বর ২০২৩

বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারবেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

সোনালি এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের বিনা খরচে, তাৎক্ষণিক ও নিরাপদভাবে রেমিটেন্স পাঠাতে ‘সোনালি এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ’ চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সোনালি এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন হতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, মেরিল্যান্ড, জর্জিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রবাসীরা বিনা খরচে দ্রুততম সময়ে নিরাপদভাবে দেশে টাকা পাঠাতে পারবেন। 
এই অ্যাপ ব্যবহার করে রেমিটেন্স পাঠালে সরকার ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনা ছাড়াও সোনালী ব্যাংক থেকে অতিরিক্ত ২.৫ শতাংশ আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এই অ্যাপ চালুর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও একধাপ এগিয়ে গেল দেশের বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকটি। যা ক্যাশবিহীন ও ঝুঁকিহীন রেমিটেন্স পাঠাতে বিশেষ ভূমিকা রাখবে। নতুন এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

×