ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

 বাজারে এলো প্রাণ-আরএফএলের হেলমেট

প্রকাশিত: ১২:১৭, ২১ জুলাই ২০২৩

 বাজারে এলো প্রাণ-আরএফএলের হেলমেট

হেলমেট

দেশীয় কোম্পানি হিসেবে প্রথম হেলমেট বাজারে এনেছে শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। বৃহস্পতিবার (20 জুলাই) নিজেদের কারখানায় তৈরি হেলমেটের বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, আজ রাজধানীর বাড্ডার একটি হোটেলে আরএফএলের তৈরি ‘সেফমেট’ ব্র্যান্ডের হেলমেটের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে জানানো হয়, দেশে তৈরি প্রতিটি হেলমেটের দাম পড়বে সর্বনিম্ন ১ হাজার ৪০০ টাকা। শুরুতে দুই ধরনের হেলমেট বাজারে আনা হয়েছে। 

এর মধ্যে হাফ ফেইস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৪০০ টাকা। আর ফুল ফেইস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য ২ হাজার ২৫০ টাকা। দেশের বিভিন্ন সুপারস্টোর, বাইক অ্যাকসেসরিজ ও হেলমেট বিক্রির শোরুমে সেফমেট ব্র্যান্ডের এই হেলমেট পাওয়া যাবে।

নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নিজস্ব কারখানায় এ হেলমেট উৎপাদিত হচ্ছে। কারখানাটির বার্ষিক উৎপাদনক্ষমতা ১ লাখ ২০ হাজার পিসের ওপর। প্রাথমিকভাবে কারখানায় প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছে আরএফএল গ্রুপ।

প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে দেশে বার্ষিক হেলমেটের বাজার ৫০০ কোটি টাকার বেশি। এ বাজারের প্রায় পুরোটাই আমদানিনির্ভর। আমদানি হওয়া হেলমেটের প্রায় ৬০ শতাংশ আসে ভারত থেকে। বাকি ৪০ শতাংশ আসে চীন থেকে। আরএফএলের এই বিনিয়োগ হেলমেটের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।’

হেলমেট উৎপাদনকারী ডিউরেবল প্লাস্টিকের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম জানান, এই হেলমেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- এটি অ্যাডভান্সড এবিএস শেল এবং পিসি ম্যাটেরিয়ালে তৈরি। এতে রয়েছে উন্নত মানের বেল্ট ও লকিং সিস্টেম। তা ছাড়া ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য রয়েছে উন্নত মানের ভেন্টিলেশন সিস্টেম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিকের বিপণন প্রধান ইসফাকুল হক, সহকারী মহাব্যবস্থাপক (পরিচালন) নাহিদ কবির, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ডিউরেবল প্লাস্টিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

×