ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৯:৩৩, ২৫ জুলাই ২০১৯

 বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের সিদ্ধান্ত

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ছয় জেলাকে একত্রিক করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ‘বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতিসম্প্রতি বরিশাল ক্লাবে অনুষ্ঠিত দ্য বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে দ্য বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোঃ সাইদুর রহমান রিন্টু জানান, উল্লিখিত সিদ্ধান্তের পাশাপাশি ওই সভার মাধ্যমে ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজনেস এ্যাওয়ার্ড দেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্র মতে, ওই সভায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও দ্য বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। যেখানে মেয়র নিজেই ঢাকা থেকে সভায় যুক্ত হয়েছিলেন। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআইয়ের পরিচালক ও দ্য বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আব্দুল্লাহসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় দ্য বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলেও একমত পোষণ করেন। পাশাপাশি বরিশালে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২০ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে বিভাগীয় চেম্বার গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তরুণ ব্যবসায়ী আলহাজ মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী বলেন, এর মধ্য দিয়ে বিভাগের এক জেলার সঙ্গে অন্য জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি নতুন করে সেতুবন্ধনের সৃষ্টি হবে।
×