অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের দরপতন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে বিনিয়োগকারীরা। এরই অংশ হিসেবে আগামী ২৮ জানুয়ারি ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব করার দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন সম্মিলিত জাতীয় ঐক্য। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে আরও পৃথক নয়টি দাবি সংগঠনের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি রুহুল আমিন আকন্দ বুধবার বিকেলে এ সংক্রান্ত স্মারকলিপি বিএসইসির কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। এই স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, বর্তমান বাজারের প্রেক্ষাপটে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও এসএলআরের হার কমাতে হবে। এছাড়া ব্যাংকগুলোর মোট দায়ের কমপক্ষে ১০ শতাংশ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে।
ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংক্রান্ত তথ্য মাসিক ভিত্তিতে মনিটরিং না করে বার্ষিক ভিত্তিতে করতে হবে। পাশাপাশি সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট বা একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা আরও পাঁচ বছর বাড়াতে হবে।
দরপতন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা দাবি
প্রকাশিত: ০৪:৩৪, ২২ জানুয়ারি ২০১৫
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: