ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

প্রকাশিত: ১৫:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সেরা এজেন্টদের সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

পুরস্কার বিতরণ করা হচ্ছে।

পাঠাও কুরিয়ার ডেলিভারি দিয়ে আসছে দেশজুড়ে। এবার পাঠাও কুরিয়ার তাদের নিরলস পরিশ্রম করা কর্মরত কর্মচারী ও এজেন্টদের সম্মাননায় আয়োজন করে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৪’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেলিভারি এজেন্টদের পাশাপাশি বেস্ট হাব, ক্লাস্টার এবং রিজিওনাল লিডদেরও পুরস্কৃত করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৪’  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাও লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার সিফাত আদনান ও এইচ আর বিভাগের প্রধান এইচ এ সুইটি। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাঠাও কুরিয়ার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ দেলোয়ার হোসেন মারুফ ও জেনারেল ম্যানেজার সাদ্দাম হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পাঠাও কুরিয়ার-এর কর্মরত কর্মচারী, এজেন্ট,  বেস্ট হাব, ক্লাস্টার এবং রিজিওনাল লিডদের পুরস্কার বিতরণ করা হয়। ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৪’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ছিল মোটরবাইক, টিভি, ফ্রিজ, স্মার্টফোন, সাইকেল, ডিনার সেট ইত্যাদিসহ মোট ৩০ লাখ টাকার পুরস্কার। ভাগ্যবান মোটরবাইক বিজয়ী হয়েছেন ঢাকা থেকে জহিরুল ইসলাম, চট্টগ্রাম থেকে রাকিবুল হাসান রাকিব এবং রাজশাহী থেকে মোহাম্মদ রাজন হোসেন। সর্বমোট ২২৮ জন এই অনুষ্ঠানে পুরস্কার পান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার পাশাপাশি বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

 

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার