
কবির বড় ভাই দুলাল হাফিজ
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার, দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কবির জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রয়াত কবির বড় ভাই দুলাল হাফিজ, ছোট ভাই নেহাল হাফিজসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই অনেক অভিমানী ছিল। সে অভিমান করেই চলে গেছে। গত তিন বছর ধরে সে আমার সঙ্গে ছিল না। কিন্তু শেষে সে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে একা থাকার সিদ্ধান্ত নিলো। আমরাও বাধ্য হয়ে সেটা মেনে নিই। এ সময় তিনি কবির জন্য সবার কাছে দোয়া চান।
হেলাল হাফিজের পরিবারের সদস্যরা জানান, তীব্র অসুস্থ হওয়ার পর অনেকবার তাকে হাসপতালে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমার আর সময় নেই, আই কুয়াইট’।
জানাজা শেষে কবি হেলাল হাফিজকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রিয়াদ