ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মায়ের কষ্ট লাঘবে বাড়ির কাজ করছে ২ বছরের ছেলে

প্রকাশিত: ১৮:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২২

মায়ের কষ্ট লাঘবে বাড়ির কাজ করছে ২ বছরের ছেলে

বাড়ির কাজ করছে দুই বছরের ছেলে।

মায়ের কষ্ট লাঘবে বাড়ির কাজ করছে দুই বছর বয়সী এক ছেলে শিশু। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই ভিডিওটি দেখে সবাই তার পরিবারের ভালো অভিভাবকত্বের প্রশংসা করেছেন।

চীনের সাংহাই শহরে শিশুটির বাড়ি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটি তার মাকে কাপড় ধোয়া ও মেঝে পরিস্কার করাসহ বাড়ির অন্যান্য কাজে সাহায্য করছে। ছেলেটি বাথরুমের মেঝেতে সাবান পানি ভরা সবুজ ওয়াশটবের উপরে এবং তার সামনে একটি টি-শার্ট, একটি সাদা গ্লাভস ও একটি ওয়াশবোর্ডসহ দেখা যাচ্ছে। শুধু কাপড় ধোয়ার কাজে সাহায্য করেই সে সন্তুষ্ট নয়, পরিশ্রমী এই ছেলেটি মেঝে মুছতেও শিখেছে।

শিশুটির মা জানান, তিনি যখন কোনো কাজ করেন তা সঙ্গে সঙ্গে তাকে অনুকরণ করে শিখতে শুরু করে তার দুই বছরের এই ছেলে। তবে মেঝে ও বিভিন্ন জিনিসপত্র পরিস্কার করতে দেখে তিনি খুব অবাকও হয়েছিলেন। 

তিনি বলেন, ‘আমি রান্না করা বা ধোয়ার সময় সে একপাশে দাঁড়িয়ে আমাকে দেখত। আমাকে কয়েকবার দেখার পরে সেও কাজ শুরু করে দিত।’

ভিডিওটি দেখে সবাই তার পরিবারের ভালো অভিভাবকত্বের প্রশংসা করেছেন। একজন বলেন, ‘বুদ্ধিমান ছেলে, তোমার কোমল হাতে আঘাত করো না।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সে অবশ্যই তার মাকে খুব ভালোবাসবে।’

এদিকে শিশুটির সামনের দিনগুলোর কথা চিন্তা করে মন্তব্যে বলেন, ‘ছেলেটি এত যত্নশীল, আমি অনুমান করতে পারি যে তার ভবিষ্যত স্ত্রী এবং শাশুড়ি কতটা ভাগ্যবান হবেন।’ আরেকজন লেখেন, ‘আমি মায়ের প্যারেন্টিং স্টাইল পছন্দ করি কারণ তিনি তাকে তার আবেগ বিকাশে সহায়তা করেন।’

এমএইচ

×