ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে ॥ কাদের

প্রকাশিত: ২৩:২৯, ২৫ মে ২০২২

শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তিচুক্তি করে এখানে শন্তি ফিরিয়ে এনেছেন। পাহাড়ে এখানও মাঝে মধ্যে রক্তপাত-হানাহানি দেখতে পাই, এসব বন্ধ করতে হবে। এ জন্যই পাহাড়ী-বাঙালী সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অশান্ত পাহাড়কে শান্ত করতে শেখ হাসিনা শান্তিচুক্তি করেছিলেন এবং শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এতে হতাশ হওয়ার কোন কারণ নেই। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সেতুমন্ত্রী বলেন, পাহাড়ে ভূমির জটিলতা ছাড়া সব উন্নয়নই শেখ হাসিনা করেছেন। ভূমি সমস্যা সমাধান হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ওপর আস্থা রাখুন এবং শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। হানাহানি-মারামারি, রক্তপাত এ পাহাড়ে আর চাই না। এই সরকার নানিয়াচর সেতু করেছে। আরও উন্নয়ন করবে। এর আগে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে বিকেল ৩টায়। এতে আবারও সভাপতি পদে দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ মুছা মাতব্বর নির্বাচিত হয়েছেন। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। সম্মেলনে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
×