ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুন মাসেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে মানুষ ॥ কাদের

প্রকাশিত: ২৩:২২, ২২ মে ২০২২

জুন মাসেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবে মানুষ ॥ কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পদ্মা সেতুর স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে। আর বেশি দেরি নয়, জুন মাসেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা আগামী সপ্তাহের শেষে নেত্রীকে সামারি পাঠাব। তিনি যে সময় নির্ধারণ করে দেবেন, সেই সময় আমরা পদ্মা সেতুর উদ্বোধন করব। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক তাদের সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে বলেছিলেন বিশ্বব্যাংক চলে গেলেও আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব। বঙ্গবন্ধু কন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কোথায়! শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। আমাদের আজকের মুক্তি সংগ্রামের কা-ারি শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন তুলে ধরে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, জাতিকে শেখ হাসিনা আর কত দেবেন? দেশে ম্যাস র‌্যাপিড ট্রানজিট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্র, পায়রা সমুদ্র বন্দরসহ আরও অনেক প্রকল্প হচ্ছে। আর কত দেবেন? একটা জাতিকে তিনি আর কী দেবেন?’ শেখ হাসিনাকে ক্রাইসিস ম্যান উল্লেখ করে তিনি বলেছেন, করোনা সঙ্কটের মধ্যেও শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি একজন ক্রাইসিস ম্যান। শেখ হাসিনা দেশে-বিদেশে সমানভাবে জনপ্রিয়। দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল নেতা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বলে আজকে দেশে এত সমৃদ্ধি, এত সাফল্য। বিএনপি নির্বাচনের পাশাপাশি আন্দোলনেও ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৩ বছর আন্দোলন করলেন। ঈদ আসলেই বলেন ঈদের পর। ১৩ বছরে কত ঈদ এলো আর গেল, দেখতে দেখতে প্রায় ১৪ বছর। আন্দোলন হবে কোন বছর? পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, তরুণ প্রজন্মের মেট্রোরেল হয়েই গেল। ফখরুল সাহেব কি বলবেন, শেখ হাসিনা সব করেই ফেললেন, আমরা কিছু করতে পারলাম না। নির্বাচন আসছে, কী দেখাবেন, কী দেখিয়ে ভোট চাইবেন। নেতা কে? পলাতক দ-িত তারেক রহমান? প্রধানমন্ত্রী হবে কে? দণ্ডিত খালেদা জিয়া?
×