ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ২২:০০, ২১ মে ২০২২

অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক এলাকায় অটোরিক্সা চালক সিয়াম সরদার (১৭) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়ামিন (১৯) ও মো. নবী হোসেন (১৮)। শুক্রবার (২০ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র‌্যাব-১১’র স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মামলার বরাত দিয়ে র্যাব জানায়, অটোরিক্সা চালক সিয়াম ১৩ মে তার অটোরিক্সা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। এতে তার পরিবার উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে চারদিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার আলীরটেক তৈলখিয়ার চর পরিত্যক্ত ইটভাঁটিতে সিয়ামের অর্ধগলিত লাশ ইটের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। গ্রেফতারকৃত আসামিদের জিঞ্জাসাবাদে জানা যায়, ১৩ মে গ্রেফতারকৃত আসামিরাসিয়ামের অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে পূর্ব পরিচিতির জের ধরে মোবাইল ফোনে কল করে অটোরিক্সাসহ ডেকে নেয় এবং সারাদিন তার অটোরিক্সা নিয়ে ঘোরাঘুরি করে ঘটনার দিন সন্ধ্যায় তাকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে তারা সিয়ামকে মাটিতে ফেলে কয়েকজন মিলে হাত-পা শক্ত করে ধরে এবং ধৃত আসামি ইয়ামিন সিয়ামকে চাকু মেরে গলা কেটে ফেলে। পরবর্তীতে সিয়ামের মৃত্যু নিশ্চিত হলে তারা লাশটি গুম করার উদ্দেশ্যে ইট দিয়ে ঢেকে রাখে ও অটোরিক্সাটি বিক্রি করে পরস্পর টাকা ভাগাভাগি করে নেয়।
×