ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ১০হাজার টাকার জন্য গৃহবধুকে হত্যা

প্রকাশিত: ১৫:৪৯, ২১ মে ২০২২

মাদারীপুরে ১০হাজার টাকার জন্য গৃহবধুকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মনি আক্তার (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের ছেলে। এদিকে অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে। ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে । স্বজন ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় মনি ও জামালের। তাদের সংসারে ৭ বছর ও দেড় বছরের দুটি মেয়ে রয়েছে। তিনমাস আগে মনির বাবা মান্নান মাতুব্বর কুলপদ্বী এলাকার একাব্বর খাঁ’র কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পরে সেই টাকা সম্প্রতি পরিশোধ করেন মনির স্বামী জামাল। শুক্রবার (২০মে) রাতে শ্বশুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে মনি ও তার বাবার সাথে জামালের কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে গৃহবধূ মনিকে ডেকে নিয়ে যায় স্বামী জামাল। পরে আড়িয়াল খাঁ নদের পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। মৃত্যু নিশ্চিত করে অন্যত্র লাশ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মনির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ জানান, “ঘটনার পর পরিবারের লোকজন পালিয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এদিকে নিহত মনি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”
×