ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

প্রকাশিত: ১৯:০১, ২০ মে ২০২২

মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী পরিবহনের বাস চাপায় শেখ হারুন-অর-রশীদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃতু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের উপজেলার মুসুল্লীবাড়ি ও ঝাউতলা বাজারের মাঝামাঝি স্থানে যাত্রীবাহী হানিফ পরিবহন একটি মটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশীদ পিরোজপুর জেলা সদরের উত্তর রানীপুর মহল্লার গহর আলী শেখের পুত্র। তিনি পিরোজপুর জেলা জজ আদালতের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন বলে জানাগেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিসহ চালক মাসুম মোল্লা (৩৫) ও বাসের হেল্পার নূরু মোল্লা (৫০) কে আটক করেছেন। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, পিরোজপুর জেলা জজ আদালতের অফিস সহায়ক হারুন অর রশীদ ছেলে আহসান শেখ (৪০) ও নাতি লিমন শেখসহ (১৬) তিনজন একটি মোটরসাইকেল যোগে মঠবাড়িয়ায় এক নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সকাল নয়টার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের মুসুল্লী ও ঝাউতলার মাঝামাঝি স্থানে পৌছালে মঠবাড়িয়াগামী হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-৭২০২) বেপরোয়া গতিতে মোটরসাইকেলের পিছন দিক দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন অর রশীদ শেখ নিহত হন। এ সময় মোটর সাইকেলে থাকা ছেলে আহসান ও নাতি লিমন গুরুতর আহত হয়। ঘাতক বাসটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাফা বন্দর এলাকায় চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল দুর্ঘটনা জানান, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্ধ ও ঘাতক বাসের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।
×