ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইপিআই ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ

প্রকাশিত: ১৬:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ইপিআই ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) ভ্যাকসিন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে প্রাভা হেলথ। এর ফলে, শিশুদের ৬টি শৈশবকালীন ভ্যাকসিন এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিডি ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ। ডিপথেরিয়া, পারটুসিস (হুপিং কাশি), টিটেনাস, যক্ষ্মা (টিবি), পোলিও, হাম এই ছয়টি রোগের বিরুদ্ধে সরকারের টিকাদান কর্মসূচি ইপিআই নামে পরিচিত। ১৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে প্রতি শনিবার (সকাল ৯ টা থেলে বিকাল ৩ টা) প্রাভা হেলথ-এর দ্বিতীয় তলায় ইপিআই ভ্যাকসিন গ্রহণ করা যাবে। প্রথমবার সেবা গ্রহণে রোগীকে একটি ভ্যাকসিন কার্ড দেওয়া হবে, যা পরবর্তীতে সঙ্গে রাখতে হবে। উল্লেখ্য, এই সেবা গ্রহন করার আগে কোন অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন নেই।
×