ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় বাচ্চাদের জন্য করণীয়

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ জানুয়ারি ২০২২

করোনায় বাচ্চাদের জন্য করণীয়

* করোনা বাড়ছে। * বাচ্চাদের মধ্যেও বাড়ছে। * বাচ্চারা সারা বিশ্বে বিশাল জনগোষ্ঠী যারা আনভ্যাক্সিনেটেড। * তাদেরকে নিরাপদে রাখুন। * বাসায় রাখুন, সৃষ্টিশীল কাজে ব্যাপৃত রাখুন। * ৫ এর নিচে মাস্ক পরার দরকার নেই। * ৬ থেকে ১১ জনসমক্ষে আসলে মাস্ক পড়বে। * ১২ থেকে বাইরে বের হলে মুখে মাস্ক পড়বে। * বাচ্চারা স্যানিটাইজার না ব্যবহার করলেই ভাল। * বারে বারে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে। * আর যদি বাচ্চারা সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয় এবং করোনা পজিটিভ হয় তবে বাইরে যাওয়ার দরকার নেই। * এ্যান্টিবায়োটিক আর অন্যসব সাপোর্টিভ ব্যবস্থাদি নিলে সেরে উঠবে। * বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসার ফল বেশ ভাল। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×