ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম মামলার তদন্ত নিয়ে এগোবে পিবিআই

প্রকাশিত: ২৩:৫৯, ২৫ জানুয়ারি ২০২২

প্রথম মামলার তদন্ত নিয়ে এগোবে পিবিআই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাঞ্চল্যকর মাহমুদ খানম মিতু হত্যায় তার বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিকে এগোচ্ছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা বলছেন, অতি দ্রুতই তা দাখিল হবে। অপরদিকে স্বামী বাবুলের করা মামলাটি অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেয়ার আবেদন খারিজ হওয়ায় তা পিবিআইয়ের হাতেই থাকছে। তদন্ত সংস্থা বলছে, দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে একই ঘটনায় মিতুর বাবা বাদী করা মামলাটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মামলার তদন্তে বিঘœ ঘটাতে বাবুলের অপতৎপরতায় ছিল তার নারাজি আবেদন। তবে আলোচিত এই হত্যার ঘটনায় বর্তমানে মামলা দুটি। একটিতে বাবুল বাদী, অপরদিকে আসামি। তবে মিতু হত্যার ঘটনার মামলাগুলো জটিল মোড় নেয় বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনটি যখন অধিকতর তদন্তের আদেশ হয়। এমনকি আদালত তখন দুটি মামলা হওয়ায় টেকনিক্যাল ত্রুটির কথাও উল্লেখ করে পর্যবেক্ষণ দেন। যার ফলে তদন্তকারী সংস্থা পিবিআই পড়ে বিপাকে।
×