ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কটিতে সুদর্শন

প্রকাশিত: ০০:৫২, ২৪ জানুয়ারি ২০২২

কটিতে সুদর্শন

চলছে মাঘ মাস। ফাল্গুন আসন্ন। শীতের পাতাঝরা দিনগুলো যাই যাই করছে। কমছে শীতের আমেজ। তবে ঠা-া এলে গরম পোশাক নামাতে যতটা সময় নেওয়া হয় তুলো রাখার ক্ষেত্রে আমরা একটু অলস হয়ে যাই। বৈচিত্র্যময় পোশাকে নিজেকে জড়িয়ে রাখতে বেশ ভালই লাগে। এজন্য শীত মানেই নিত্যনতুন পোশাকের সম্ভার। শীত মানেই পোশাকে ভিন্ন মাত্রা এবং নতুন পোশাকের সমারোহ। এক্ষেত্রে তরুণীদের পাশাপাশি পিছিয়ে নেই আধুনিক যুগের তরুণরাও। পোশাক এবং ডিজাইনে এসেছে নানা রং-ঢং। ফ্যাশনাবল তরুণদের এসব পোশাক দিচ্ছে ভিন্ন রূপ। বৈচিত্র্যময় নানা পোশাকের ভিড়ে আকর্ষণীয় একটি ছোট পোশাক হলো কটি। সব ঋতুতেই এই পোশাকের কদর রয়েছে। বিভিন্ন সময়ে নানা রকম উদ্দেশ্যে ব্যবহৃত এই কোটি অনেক আগে থেকেই পাঞ্জাবির সঙ্গে ব্যবহৃত হচ্ছে। তবে শীতকালে এই কোটির রয়েছে ব্যাপক প্রচলন। এক দশক আগেও পুরুষদের শীত নিবারণের অন্যতম পোশাক ছিল সোয়েটার, ব্লেজার, কটি। সময়ের বিবর্তনে পোশাকের বিভিন্ন কাট-ছাট ও ডিজাইনের মাধ্যমে তরুনদের প্রিয় পোশাকের তালিকায় যুক্ত হয়েছে কটি বা ওয়েস্টকোট। পশ্চিমা এই পোশাকটি বর্তমানে বেশ জনপ্রিয়। কটি যেমন এক রঙের হয়ে থাকে তেমনি বিভিন্ন রঙেরও হয়ে থাকে। এটি তৈরিতে সাধারণত মোটা কাপড় ব্যবহার করা হয়। এগুলো সাধারণত গোল গলা ও ভি গলার হয়ে থাকে। ফ্যাশনাবল ছেলেরা পোশাকের ক্ষেত্রে খুবই সচেতন। শীতের উৎসবে পাঞ্জাবির সঙ্গে একটি ভারি কটি দিয়েই শীত নিবারণের চেষ্টা করে। যেকোন পোশাকের সঙ্গেই কটি মানিয়ে যায় সহজেই। কটির সঙ্গে পরতে পারেন সুন্দর রং ও ডিজাইনের একটি মাফলার। পোশাকের সঙ্গে মানানসই একটি মাফলার পেঁচিয়ে নিলে ট্রেন্ডি ভাব চলে আসে। নিজেকে আরও স্টাইলিশ করতে চাইলে কটির পকেটে রাখতে পারেন একরঙা একটি রুমাল। এর মাধ্যমে শীত পোশাকে পাবেন ভিন্নতার ছোঁয়া। এসব কটি বানিয়ে নিতে পারেন। আবর পাঞ্জাবির মার্কেটে পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী কটি। শীতের এ সময়ে পোশাকের সঙ্গে মানানসই একটি কটি আপনাকে করে তুলবে আরও সুন্দর ও আকর্ষণীয়। মডেল : মেঘ স্টাইল : বিডি মিজু ছবি : রমিজ
×