বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার মধ্যে মিথস্ক্রিয়া ঘটাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে মাল্টিডিসিপ্লিনারি ডাইমেনশন সংযোজন এবং শিক্ষার্থীদের নিয়মিত পঠন-পাঠনে এসডিজির বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে।
সুইডেন এ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এক অনুষ্ঠানে প্লাস্টিক মুক্ত সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. দীপ্তি সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।