ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না ॥ দীপুমনি

প্রকাশিত: ২১:৪৬, ১৭ জানুয়ারি ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না ॥ দীপুমনি

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি বলেছেন, আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। কারণ আমাদের টিকাদান কর্মসূচী খুব জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদান কর্মসূচীতে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে আমরা পর্যালোচনা ও গভীরভারে পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খবর পায়নি। রবিবার সকালে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতর বিষয়টি নিয়মিতভাবে নজর রাখছে। সেই সঙ্গে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে আমাদের স্বাস্থ্য বিধি ভালভাবে মেনে করোনা মোকাবেলা করতে হবে। তবে যদি তেমন বড় প্রয়োজন দেখা দেয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। ডাঃ দীপুমনি আরও বলেন, ১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন নয়। এজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। সরকারী-বেসরকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র ব্যবহার করে ভ্যাকসিন নিতে পারবে। টিকাকেন্দ্র থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে, কোর্স উপদেষ্টা মহসীন আলী, প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাগণসহ বিপিএটিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২৯ জন নবীন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করছেন।
×