স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ভয়ঙ্কর মাদক আইস, ইয়াবা, গাঁজা বিদেশী মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এ সময় মাদক বহনকারী দামী প্রাইভেটকার, পিকআপ জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বনানী থেকে ২২৩ গ্রাম আইস ও ৮৪৫ পিস ইয়াবাসহ মোঃ কায়ছার (৩৫) ও মোঃ রতন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, শনিবার সকালে র্যাব-১ এর একটি দল বনানী থানাধীন বিটিসিএল কড়াইল কলোনি এলাকার আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২৩ গ্রাম আইস, ৮৪৫ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে একই সময় র্যাব-১ এর আরেকটি দল খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ৭২০ বোতল মদসহ আরিফুল ইসলাম (৩৯) ও লিটন (৪২) নামে দুজনকে গ্রেফতার করে।
অপরদিকে খিলক্ষেত থানাধীন লা মেরিডিয়ান হোটেলের সামনে থেকে মাদক কারবারি লিটনকে গ্রেফতার করে। একটি প্রাইভেটকার ও ৩০০ বোতল বিদেশী জব্দ করা হয়।
অন্যদিকে কদমতলীতে ৯৬ কেজি গাঁজাসহ মোঃ মামুন (৩৫) নামে আরেক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১০।