ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমান কটনের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ২২:১৭, ১৪ জানুয়ারি ২০২২

আমান কটনের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) তিন কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিএসইসির ৮০৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের খরবহ বাতিল করে সাতদিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
×