ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ছয় সরকারী কলেজে আসন বাড়ল

প্রকাশিত: ২১:৫৯, ৮ জানুয়ারি ২০২২

চট্টগ্রামের ছয় সরকারী কলেজে আসন বাড়ল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এসএসসিতে ভাল ফল করা শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ থাকে সরকারী কলেজ। কিন্তু চট্টগ্রামে যে পরিমাণ শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড নিয়ে উত্তীর্ণ হয়, সে তুলনায় আসনসংখ্যা কম। এ অবস্থায় অভিভাবক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারী কলেজে আসনসংখ্যা বৃদ্ধি করার। অবশেষে চট্টগ্রাম মহানগরীর ছয় সরকারী কলেজে বাড়ানো হয়েছে আরও ২৩০টি আসন। এবারের একাদশ শ্রেণীর ভর্তিতে প্রথম সারির কলেজগুলোতে বেশি ভর্তি হতে পারবে। এদিকে, আজ শনিবার শুরু হচ্ছে ভর্তির আবেদন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৬টি সরকারী কলেজে বেড়েছে ২৩০ আসন, যার মধ্যে বিজ্ঞানে ১১৫, মানবিকে ৭৫ এবং ব্যবসায় শিক্ষায় ৪০টি। যে কলেজগুলোতে আসন বেড়েছ - চট্টগ্রাম সরকারী কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারী কলেজ, সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ, বাকলিয়া সরকারী কলেজ এবং চট্টগ্রাম মডেল স্কুল এ্যান্ড কলেজ। এদিকে, আজ শনিবার শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ আবেদন করা যাবে।
×