ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টারে ওসাকা ও সিমোনা

প্রকাশিত: ২৩:৫৯, ৭ জানুয়ারি ২০২২

কোয়ার্টারে ওসাকা ও সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাওমি ওসাকা, আন্দ্রে পেটকোভিচ, ভেরোনিকা কুদারমেতোভা এবং সিমোনা হ্যালেপের মতো তারকারা। মেলবোর্ন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জাপানের নাওমি ওসাকা ৬-১ এবং ৬-১ গেমে সরাসরি সেটে পরাজিত করেন বেলজিয়ামের মারিনা জানেভস্কাকে। টানা দুই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন তিনি। শেষ আটের ম্যাচে চার গ্র্যান্ডস্লামের মালিক নাওমি ওসাকার প্রতিপক্ষ জার্মান তারকা আন্দ্রেয়া পেটকোভিচ। দ্বিতীয় পর্বের ম্যাচে যিনি তিন সেটের কঠিন লড়াইয়ের পর ৭-৫, ২-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন ফ্রান্সের তরুণ খেলোয়াড় ক্ল্যারা বুরেলকে। নাওমি ওসাকার মতো মেলবোর্নে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছেন সিমোনা হ্যালেপও। বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচে রোমানিয়ার এই তারকা খেলোয়াড় ৬-২ এবং ৬-১ গেমে হারিয়েছেন তারই স্বদেশী এলিনা গ্যাব্রিয়েলা রুসেকে। কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে দারুণ খুশি দ্বিতীয় বাছাই। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এভাবে ম্যাচটা জিততে পেরে আমি খুব খুশি। সূচনাটা কিছু ভিন্নভাবে হয়েছিল যে কারণে বল ভালভাবে খেলতে পারছিলাম না কিন্তু ধীরে ধীরে বেশ ভালভাবেই নিজের ছন্দ খুঁজে পাই। আমি মনে করি দাপুটে পারফর্ম করেই জয়ের দেখা পেয়েছি। তাতে খুব খুশি। প্রাক মৌসুমে কঠোর পরিশ্রম করেছি। সেই সময়টাতে অফিসিয়াল ম্যাচ খেলতে না পারার অভাব বোধ করেছি। সেই তাড়না থেকেই আমি এখানে এবং সবসময়ই চেষ্টা করি নিজের সেরাটা ঢেলে দিতে।’ পরের রাউন্ডে হ্যালেপের প্রতিপক্ষ ভিক্টোরিজা গোলুবিক। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে যিনি ৬-৩ এবং ৬-০ ব্যবধানে উড়িয়ে দেন লেসলি পাত্তিনামা কারখোভকে।
×