ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুশফিকের রান আউটের পর বিপদে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩২, ৮ ডিসেম্বর ২০২১

মুশফিকের রান আউটের পর বিপদে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ মুশফিক খেলছিলেন টেস্টের মেজাজে। ৪৮ রানে আউট হওয়ার আগে খেলেছিলেন ১৩৬ বল। স্টাইক রেট ৩৫.২৯। ৪৮ রানের ইনিংসে বাউন্ডারি মেরেছেন ৩টি। সব কিছু ঠিক ছিলো। কিন্তু হঠাৎ করেই টি-টেয়োন্টি মেজাজে সিঙ্গেল নিতে গিয়ে দলকে বিপদে ফেলে এলেন। হাতে যখন মাত্র ৫টি উইকেট তখন এই ধরণের সিঙ্গেল নিওয়াটা কতটা যুক্তিযুক্ত তা বোধগম্য নয়। দলে রান যখন ২৫ তখন শান্ত আউট হয়ে গেলে লিটনের সঙ্গে জুটি বাঁদে মুশফিক। এই দুই ব্যাটসম্যান দলকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেয়। লিটন আউট হয় দলের ৯৮ রানের মাথায়। এর পর মুশফিক ও সাকিব জুটি করে ৪৯ রান। দলের রান যখন ১৪৭ তখন রানআউট হয়ে গেলেন মুশফিক। লিটন ৪৫ ও মুশফিক করেন ৪৮ রান। এখন ব্যাটিং সাকিব ৩৬ ও মিরাজ ৩ রানে। সাকিব বল খেলেছেন ৭৭ টি আর মিরাজ ২০ টি। এখন দিনের খেলা বাঁকি ২৯ ওভার । বাংলাদেশ ৫৯ ওভারে করেছে ৬ উইকেটে ১৬১ রান। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৫২ রানের।
×