ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিছু মানুষ অন্যায়ভাবে এরশাদকে স্বৈরাচার বলেন ॥ জিএম কাদের

প্রকাশিত: ০০:৩৬, ৭ ডিসেম্বর ২০২১

কিছু মানুষ অন্যায়ভাবে এরশাদকে স্বৈরাচার বলেন ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও আমাদের বলতে হচ্ছে- স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না। সোমবার দুপুরে বনানীর নিজ কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, এখন রাস্তায় নেমেই কেউ এমন স্লোগান দিতে পারে না। এ থেকেই বোঝা যায়, দেশের মানুষ কতটা গণতন্ত্র ভোগ করছে। কিছু মানুষ অন্যায়ভাবে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন। কিন্তু কেন স্বৈরাচার বলেন তার উত্তর দিতে পারেন না। আওয়ামী লীগ ও বিএনপি মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে মুক্তিযুদ্ধের মূল চেতনা ধ্বংস করেছে বলেও মনে করেন তিনি। সভায় মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাপাকে ধ্বংস করতে আওয়ামী লীগ-বিএনপি এক হয়ে অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় না থেকেই নড়বড়ে হয়ে গিয়েছিল। মাত্র ১৩ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বিএনপি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। জাপা ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও অত্যন্ত সুসংহত রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে আছে। কারণ, জাতীয় পার্টি হচ্ছে দেশের মানুষের আস্থা ও ভালবাসার রাজনৈতিক প্ল্যাটফর্ম।
×