ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

১৩শ’ বছরের পুরনো দুর্গামূর্তি

প্রকাশিত: ০০:১০, ২ ডিসেম্বর ২০২১

১৩শ’ বছরের পুরনো দুর্গামূর্তি

জম্মু-কাশ্মীরের বুদগাম জেলা থেকে এক হাজার তিনশ’ বছরের পুরনো একটি দুর্গামূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জেলার খাগ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় আর্কাইভস, প্রতœতত্ব এবং জাদুঘর বিভাগের একটি টিমকে ডাকা হয়েছে। তারা বুধবার জেলা পুলিশের সঙ্গে সাক্ষাত করে তাদের কার্যক্রম চালু করবে। একটি কালো পাথরে খোদাই করা মূর্তিটির সিংহ সিংহাসনে উপবিষ্ট দেবী দুর্গা, ডান হাতে একটি পদ্ম ধারণ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটি প্রতœতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। -এনডিটিভি
×