ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ উপনিবেশের সব সম্পর্ক ছিন্ন করল বার্বাডোস

প্রকাশিত: ১৪:৪২, ৩০ নভেম্বর ২০২১

ব্রিটিশ উপনিবেশের সব সম্পর্ক ছিন্ন করল বার্বাডোস

অনলাইন ডেস্ক ॥ ব্রিটেনের রানিকে আনুষ্ঠানিক সরকার প্রধানের পদ থেকে বাতিল করে রিপাবলিক হয়ে গেলো বার্বাডোস। এর মধ্য দিয়ে ক্যারিবীয় এই দ্বীপটিতে প্রথম ইংলিশ জাহাজ পৌঁছানোর প্রায় চারশ’ বছর পর যুক্তরাজ্যের সঙ্গে অবশিষ্ট উপনিবেশিক সম্পর্ক ছিন্ন করলো দেশটি। মধ্যরাতে বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে সমবেত হয়ে হাজার হাজার মানুষ উল্লাস করে। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপনিবেশিকতার অবসানে নাচ, গান এবং বক্তব্যের পর বার্বাডোসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সান্দ্রা মাসুন। গত মাসে দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে নির্বাচিত হন তিনি।
×