ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চালকসহ দুইজন আটক

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, বাসে আগুন

প্রকাশিত: ০১:২৮, ৩০ নভেম্বর ২০২১

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, বাসে আগুন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা কয়েকটি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার রাত ১০টার দিকে গ্রীন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী নিহত হয়। এর পরপরই বিক্ষুব্ধ জনতা আট থেকে দশটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি বাস আটকে ভাংচুর করে। এ ঘটনায় বাসের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। নিহত মাইনুদ্দিনের বন্ধু মারুফ ইসলাম জানান, রামপুরা টিভি রোডের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অনাবিল বাসের চাপায় ঘটনাস্থলেই মাইনুদ্দিন নিহত হয়। এ সময় মাইনুদ্দিনের সঙ্গে তার দুলাভাই সাদ্দাম ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাইনুদ্দিন পরিবারের সঙ্গে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকত। তার বাবার নাম আব্দুর রহিম। পুলিশ জানায়, এ ঘটনায় বাসের চালকসহ দুজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত বাসের চালককে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা ১০ মিনিট) মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত দুই পাশের সড়ক বন্ধ ছিল। এ সময় শুধু বাসগুলো জ্বলতে দেখা গেছে। উত্তেজিত জনতা বাসগুলোতে আগুন দেয়ার পাশাপাশি ইট-পাটকেল নিক্ষেপ করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ১১টার পরপরই রামপুরার আবুল হোটেলের পাশে একটি বাসে আগুন দেয়ার সংবাদ পাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখেন আরও কয়েকটি বাসে আগুন দেয়া হয়েছে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
×