
স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে ২৯ নবেম্বর (সোমবার) থেকে শুরু হচ্ছে।
এ পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। সাপ্তাহিক ও সরকারী ছুটি ব্যতিরেকে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd-এ পাওয়া যাবে। বৃহষ্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।