ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে জিডি

প্রকাশিত: ০১:১৯, ২৮ অক্টোবর ২০২১

রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে জিডি

জনকণ্ঠ ডেস্ক ॥ নতুন দল গঠনের এক দিন পরই পূজামণ্ডপে হামলায় ‘মদদ’ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এ জিডি হয়েছে। ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ এর এই দুই নেতার বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে মামলার আবেদন করলে পুলিশ সেটি জিডি হিসেবে গ্রহণ করে। পাশাপাশি জিডি করা হয়েছে যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের বিরুদ্ধেও। খবর বিডিনিউজের। শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, বিষয়টি রাজনৈতিক ও সাইবার ক্রাইম সংক্রান্ত। তাই আমরা প্রাথমিকভাবে এটি জিডি হিসেবে গ্রহণ করে সাইবার ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সাইবার ডিপার্টমেন্টের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
×