
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় জেলায় জেলায় রাগবি রেফারি ও কোচ কোচিং কোর্স সিলেট জেলার আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামের কনফারেনস রুমে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২০ প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয়েছে।
এই কোর্সটি কাল বৃহস্পতিবার পর্যন্ত পরিচালনা করা হবে এবং প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্সটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সিইও নাজমুস সাকিব শোভন , আরডিও রেদোয়ান রাহাত ও ভিসি জামিল হোসেন।
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন রাগবি ফেডারেশনের যুগগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।