ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক সচেতনতা বিষয়ক চলচ্চিত্র কর্মশালা

প্রকাশিত: ০১:১৩, ২৬ অক্টোবর ২০২১

সামাজিক সচেতনতা বিষয়ক চলচ্চিত্র কর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ রবিবার ২০ জন তরুণ নির্মাতাদের নিয়ে ঢাকার অদূরে পূর্বাচলের ছুটি রিসোর্টে শুরু হলো দুই দিনের সামাজিক সচেতনতা বিষয়ক চলচ্চিত্র কর্মশালা। আজ এ কর্মশালাটি শেষ হবে অংশগ্রহণকারীদের ফিল্ম পিচিংয়ের মাধ্যমে। এই কর্মশালাতে প্রশিক্ষক হিসেবে আছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাটির প্রজার দেশে’র পরিচালক এবং নির্বাহী প্রযোজক বিজন ইমতিয়াজ এবং আরিফুর রহমান। এর আগে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর চলা তিন দিনব্যাপী অনলাইন কর্মশালার পর ২ দিনের রেসিডেন্টসিয়াল ওয়ার্কশপে যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা। ওয়ার্কশপের প্রথম দিনে তারা বিভিন্ন গেমের মাধ্যমে তাদের ফিল্ম প্রোজেক্ট ডেভেলপ করে। বিকেলে চরকির চিফ অপারেটিং অফিসার ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির সেশনের মাধ্যমে শেষ হয় প্রথমদিনের কর্মশালা। ওয়ার্কশপের প্রজেক্ট লিড শাহলা ইসলাম রোদশী জানান, তরুণ চলচ্চিত্র নির্মাতারা প্রায়ই প্রতিকূলতার মুখোমুখি হয়। সেই অবস্থা সামলে সৃজনশীল কাজ করার আকাক্সক্ষাকে টিকিয়ে রাখার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
×