ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

প্রকাশিত: ১৬:২৩, ২৩ অক্টোবর ২০২১

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ডিসি গেইট মোড়ে ওই কর্মসূচি পালিত হয়। জেলা ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে গণঅনশনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। আরও বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, ইসকন শেরপুরের সমন্বয়ক উত্তম কুমার, ঐক্য পরিষদ নেতা কমল চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী। অবস্থান কর্মসূচীতে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান। পরে অনশনকারীদের মুখে পানি দিয়ে অনশন ভাঙ্গানো হয়। ওইসব কর্মসূচীতে জেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় দুইশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
×