ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবস্বাস্থ্যকে সঙ্কটে ফেলছে জলবায়ু পরিবর্তন

প্রকাশিত: ২৩:৩১, ২২ অক্টোবর ২০২১

মানবস্বাস্থ্যকে সঙ্কটে ফেলছে জলবায়ু পরিবর্তন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার ধাক্কায় জর্জরিত বিশ্ব। এর মধ্যেই আবার প্রকট আকার ধারণ করেছে জলবায়ু সঙ্কট। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একইভাবে এটি জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার গবেষণা সাময়িকী ল্যানসেটে-এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বছরমেয়াদী গবেষণাটি চালিয়েছে ‘ল্যানসেট কাউন্টডাউন’। দেখা গেছে, ২০২০ সালে বিশ্বের ১৯ শতাংশ এলাকা তীব্র খরার সম্মুখীন হয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে জলবায়ু সঙ্কট বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষণা বলছে, এর ফলে বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে।
×