ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সংখ্যালঘুদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত চান মিয়া সেপ্পো

প্রকাশিত: ০০:৫৫, ১৯ অক্টোবর ২০২১

সংখ্যালঘুদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত চান মিয়া সেপ্পো

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় টুইটে এ আহ্বান জানান তিনি। মিয়া সেপ্পো টুইটে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও বলেছেন, বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
×