ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির ভিডিও আনল ১০ মিনিট স্কুল

প্রকাশিত: ১৮:৩৫, ১৫ অক্টোবর ২০২১

অনলাইনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির ভিডিও আনল ১০ মিনিট স্কুল

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্থবিরতা চলে এসেছিল পড়াশোনার মাঝেও। দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পাশাপাশি ঘোষণা করা হয়েছে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ। শেষ মুহুর্তের প্রস্তুতির উপর ফলাফল ভাল করার রয়েছে অপার সম্ভাবনা। তাদের সিলেবাস শর্ট করে দেওয়া হলেও একটি স্থবিরতা যেন চিন্তার রেখা আরও বাড়িয়ে দিয়েছে। শর্ট সিলেবাসের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গোছানো পরিকল্পনা খুবই প্রয়োজন। যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুধুমাত্র চারটি বিষয় পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতের পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রতিটি বিষয়ের যে অধ্যায়গুলোতে সমস্যা বেশি সেগুলো ক্রমাগত পড়ার পাশাপাশি প্র্যাক্টিস করতে হবে। জীববিজ্ঞান ব্যতীত প্রায় সব বিষয়ে রয়েছে ম্যাথ। সেক্ষেত্রে শিক্ষার্থীরা সূত্রগুলো এবং ম্যাথগুলো বারবার প্র্যাক্টিসের মাধ্যমে ঝালিয়ে নিতে হবে। আর এমসিকিউ এর জন্য রিডিং পড়ার কোনো বিকল্প নেই। বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াগুলো এবং ম্যাথের সমস্যাগুলো পড়তে হবে বারবার। রসায়ন ২য় পত্রের জৈব রসায়ন একটি বড় অধ্যায়। প্রতি বছরই এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন থাকে। ভীষণ জোর দিতে হবে এ অধ্যায়ে রসায়ন ২য় পত্রে ভালো করতে হলে। পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত বারবার অনুশীলনের মাধ্যমেই হয়ে যাবে সহজ এবং বুঝার মত। আর জীববিজ্ঞান তো মানবদেহ আর উদ্ভিদের খেলা। তাই পড়ার সময় ভিডিও দেখার সুযোগ পেলে সহজেই বুঝতে পারা যাবে কঠিন বিষয়গুলো। শেষ মুহূর্তের প্রিপারেশন নেওয়ার জন্য ১০ মিনিট স্কুল নিয়ে এসেছে ‘HSC 21 শেষ মুহূর্তের প্রস্তুতি’। https://cutt.ly/PE1Co5l- এই লিংকে বিস্তারিত জানতে পারবেন।
×