ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে নেপালের মুখোমুখি ভারত

প্রকাশিত: ০১:১২, ১৪ অক্টোবর ২০২১

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে নেপালের মুখোমুখি ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দক্ষিণ এশিয়ার বিশ^কাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরের লীগ পর্বের খেলা শেষ হয়েছে বুধবার। মালদ্বীপের মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাফে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে নাম লেখায় নেপাল। রাতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে সর্বাধিক সাতবারের শিরোপাধারী ভারত। ভারতের সুনীল ছেত্রী জোড়া গোল করেন (৬২ ও ৭১ মিনিটে)। এই গোল দুটি করে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলের ৭৭ গোলকে ছাড়িয়ে যান। ছেত্রীর গোলসংখ্যা এখন ৭৯, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে যা একটি কম। ভারতের অপর গোলটি করেন মানবীর সিং (৩৩ মিনিটে)। মালদ্বীপের একমাত্র গোলটি করেন ‘দক্ষিণ এশিয়ার মেসি’ খ্যাত তারকা ফরোয়ার্ড আলী আশফাক (৪৫ মিনিটে পেনাল্টি থেকে)। চলতি সাফে এটা তার তৃতীয় ও সামগ্রিকভাবে ২৩তম গোল, যা সর্বাধিক। ১৭ গোল করে তার ঠিক পেছনেই আছেন ছেত্রী। তবে চলতি আসরে ৪ গোল করে টপ স্কোরার হিসেবে আশফাককে পেছনে ফেলেছেন তিনি। এ নিয়ে সাফে টানা অষ্টমবারের মতো ফাইনালে উঠল ভারত। চলতি সাফে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে তারা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেপাল। আগামী ১৬ অক্টোবর ভারত-নেপাল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।
×