ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গায়ক হতে নোলকের কাছে গান শিখছেন এরশাদপুত্র এরিক

প্রকাশিত: ২১:১৪, ২২ সেপ্টেম্বর ২০২১

গায়ক হতে নোলকের কাছে গান শিখছেন এরশাদপুত্র এরিক

অনলাইন রিপোর্টার ॥ জাতীয় পার্টির সাবেক চেয়ারপারসন ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ গায়ক হতে চান। এজন্য তিনি গান শিখছেন। আর তাকে গান শেখাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু। নিজের ফেসবুকে এরিকের সঙ্গে ছবি প্রকাশ করে নোলক নিজেই খবরটি জানিয়েছেন। গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে নতুন গানেও কণ্ঠ দিয়েছেন এরিক। তার কণ্ঠে দুটি গান রেকর্ড করা হয়েছে। এগুলোর মধ্যে একটি মাকে নিয়ে। এই দুই গানের সঙ্গে আরও ৮টি যোগ করে মোট ১০টি গানের একটি প্রোজেক্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এরিক। নোলক বলেন, ‘এরিক আমাকে বেশ পছন্দ করে, আমার গান শোনে। একদিন আমার এক বন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট পার্কে (এরশাদের বারিধারার বাড়ি) যাই। সেদিনই এরিকের সঙ্গে আমার প্রথম দেখা। সে জানায় আমার গানের ভীষণ ভক্ত। এরপর তার সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। বিদিশা ম্যাডাম আমাকে বলেন এরিককে গান শেখাতে।’ তিনি আরও বলেন, ‘মাস তিনেক আগে ওই বাসায় প্রথম গেলেও এরিককে গান শেখাচ্ছি দুই মাস থেকে। এরিক খুব দ্রুত গান শিখতে পারছে। গান শেখানোর সময় আমি তাকে বেশ উৎসাহ দেই।’
×