ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সর্দি কাশি জ্বর

প্রকাশিত: ২৩:১৭, ২২ সেপ্টেম্বর ২০২১

সর্দি কাশি জ্বর

* ছোট ছোট্ট বাচ্চারা শীত আসার সঙ্গে সঙ্গে বেশ সর্দি কাশি জ্বরে ভোগে। * শীতের সময় রেসপিরেটরি ভাইরাসগুলোর উৎপাত বেড়ে যায়। * রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস, এডিনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুঞ্জা ভাইরাস ইত্যাদি। * করোনাও কিন্তু এক ধরনের রেসপিরেটরি ভাইরাস। * শীতের সময় বাচ্চারা সবচেয়ে ভুগে থাকে ব্রংকোলাইটিসে। * এরোগ সাধারণত হয় ২ মাস থেকে ২ বছর বয়সের বাচ্চাদের। তবে বেশি ভুগে থাকে ৬ মাস থেকে ৯ মাসের বাচ্চারা। * সর্দি কাশি সামান্য জ্বর নিয়ে বাচ্চা ঘর ঘর করতে থাক। * তারপর শুরু হয় শ্বাসকষ্ট। * কিন্তু মজার ব্যাপার হলো এরই মধ্যে বাচ্চা হাসি খুশি থাকে। কিন্তু বুকে বাঁশির আওয়াজ পাওয়া যায়। * চিকিৎসা উপসর্গভিত্তিক। * জ্বরের জন্যে প্যারাসিটামল সিরাপ, লবণ পানির তৈরি নরসোল ড্রপ দিয়ে নাক পরিষ্কার রাখুন। * শ্বাসকষ্ট হলে নেবুলাইজ সালবিউটামল ব্যবহার করা হয়। বেশি নেবুলাইজ ইপিনেফ্রিন ব্যবহার করা যেতে পারে। * ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে বাচ্চার বয়স ৩ মাসের কম হলে এন্টিবায়োটিক লাগে। * কখনও কখনও এ ক্ষেত্রে নিবিড় পরিচর্যাও লাগতে পারে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×