ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বিদেশী বন্দীদের সাজা শেষ হওয়ার ৩ মাস আগেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর নির্দেশ

প্রকাশিত: ০০:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২১

বিদেশী বন্দীদের সাজা শেষ হওয়ার ৩ মাস আগেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কারাগারগুলোতে থাকা বিদেশী বন্দীদের সাজা শেষ হওয়ার ৩ মাস আগে তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কারা অধিদফতর। সম্প্রতি এক আদেশে দেশের সব কারা উপ-মহাপরিদর্শক, সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলারকে বিষয়টি জানানো হয়েছে। কারা মহাপরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, কারাগারগুলোতে আটক সাজাপ্রাপ্ত বিদেশী বন্দীদের সাজার মেয়াদ শেষ হওয়ার পর স্বদেশে প্রত্যাবাসনের প্রস্তাব যথানিয়মে পাঠানো হয়ে থাকে। বিদেশী বন্দীদের স্বদেশ প্রত্যাবাসন দ্রুত শেষ করার জন্য এখন থেকে সাজার মেয়াদ শেষ হওয়ার ৩ মাস আগে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ নির্ধারিত কারা বিবরণী ইংরেজীতে পূরণ করে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব কারা অধিদফতরে পাঠাতে হবে। জানা গেছে, বিদেশী বন্দীকে মুক্তি দেয়ার পর তার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করলে নানা ধরনের জটিলতা দেখা যায়। বন্দী মুক্ত হওয়ার পর প্রত্যাবাসনের আগ পর্যন্ত সে কোন সংস্থার অধীনে থাকবে সেবিষয়টি নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে স্ব-স্ব কারাগারকেই তাদের দায়িত্ব নিতে হয়। তাই এখন থেকে সাজা শেষ হওয়ার ৩ মাস আগেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।
×