ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন গান আবিস্কার করে সত্ত্বা ও স্বকীয়তাকে সম্মৃদ্ধ করো : ব্যান্ড তারকা বিপ্লব

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

নতুন গান আবিস্কার করে সত্ত্বা ও স্বকীয়তাকে সম্মৃদ্ধ করো : ব্যান্ড তারকা বিপ্লব

অনলাইন রিপোর্টার ॥ নব্বই দশকে সাড়া জাগানো ব্যান্ড প্রমিথিউসের দলনেতা, গায়ক ও সংগীত পরিচালক বিপ্লব কয়েক বছর ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি নিউ ইয়র্কে ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। পাশাপাশি সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই দেশের নতুন প্রজন্মের প্রতি একটি আহ্বান জানিয়েছেন এই তারকা। ১৪ সেপ্টেম্বর (বুধবার) নিজের ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। পোস্টে বিপ্লব লেখেন, ‘নতুন প্রজন্মের কাছে আমার একটি আহ্বান, কভার গান ও বিভিন্ন ধরনের গান শুনে নিজেকে সমৃদ্ধ করো। আর নতুন নতুন গান আবিস্কার করে নিজের সত্ত্বা, স্বকীয়তা ও মিউজিক ইন্ডাস্ট্রিকে সম্মৃদ্ধ করো।’ নতুন গান করার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রিমিক্স-রিমেক করতে করতে পুরো বিষয়টা একটা জায়গায় থেমে গেছে। নতুন গান না হলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বড় হবে না। হিট হবে কি না হবে সেটা পরের বিষয়। নতুন গান তৈরি করো আর নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে আপলোড করো। মনে রাখবা তোমরাই আগামী, শুভ কামনা রইল।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসেই কিছুদিন আগে ‘পাখি’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছিলেন বিপ্লব। গানটি প্রসঙ্গে তিনি বলেছিলেন, “প্রবাসে থাকলেও শ্রোতাদের কথা ঠিকই মনে পড়ে। যখনই সময় পাই নতুন গান তৈরির চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই ‘পাখি’ গানটি করা। রক ধাঁচের হলেও গানটিতে মেলোডির ছোঁয়া রয়েছে। শ্রোতাদের ভালো লাগবে আশা করি।”
×