ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে করোনায় আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৫:০৪, ২৩ জুন ২০২১

বাগেরহাটে করোনায় আরও ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৭৩ জন মারা গেলেন। বুধবার বাগেরহাটে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাট সদরে উপজেলায় ২৫টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় সংক্রমণ হার ৬৩. ৩৩ শতাংশ থেকে বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। কচুয়ায় ৫টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কচুয়ায় সংক্রমণ হার ৬০ শতাংশ। রামপালে ১৩টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রামপালে সংক্রমণ হার ৫৩. ৮৪ শতাংশ। মোরেলগঞ্জে ২১টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোরেলগঞ্জে সংক্রমণ হার ৪২. ৮৫ শতাংশ। ফকিরহাটে ১ জনের নমুনা পরীক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। ফকিরহাটে সংক্রমণের হার ১০০ শতাংশ। শরণখোলা উপজেলায় ১ জনের নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত হয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা: কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন করোনার ঝুঁকিপূর্ণ। জেলায় করোনা শনাক্তের হার ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠা-নামা করছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন নিয়ন্ত্রনে প্রয়োজনে কঠোর বিধিনিষেধ-সহ লকডাউন করতে হতে পারে। এ ব্যাপারে আজ বুধবার বিকেলে জেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্টিত হবে। তিনি নিয়মিত মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহব্বান জানান।
×