ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনকে প্রায় মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাসের টিকা দিচ্ছে ইসরায়েল

প্রকাশিত: ১৩:০৫, ১৯ জুন ২০২১

ফিলিস্তিনকে প্রায় মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাসের টিকা দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েল ফাইজার-বায়োএনটেকের অন্তত ১০ লাখ ডোজ কোভিড টিকা ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিনিময় চুক্তির আওতায় প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা ফিলিস্তিনকে দেওয়া হচ্ছে। শুক্রবার প্রথম এই টিকা বিনিময় চুক্তির কথা ঘোষণা করেছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয়। বিবিসি জানায়, এ চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষও ফাইজারের কাছ থেকে তাদের টিকার যে চালান পাওয়ার কথা রয়েছে তা থেকে একই পরিমাণ ডোজ টিকা ইসরায়েলকে দেবে। অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের টিকার আওতায় আনতে ইসরায়েল পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলে সমালোচনা করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো। তবে ইসরায়েলের কর্মকর্তারা বলে আসছেন, অসলো শান্তি চুক্তির আওতায় গাজা ও পশ্চিম তীরের কিছু অংশে মানুষজনকে টিকার আওতায় আনার দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়েরই। ইসরায়েল ফাইজারের কয়েকলাখ ডোজ টিকা পাওয়ার পরই প্রায় ৫৫ শতাংশ ইসরায়েলির দুই ডোজ টিকা দেওয়ার কাজ শেষ করেছে। অন্যদিকে, পশ্চিম তীর ও গাজায় মাত্র এক ডোজ টিকা পেয়েছেন ৩৩ শতাংশ ফিলিস্তিনি, বলছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। আর এখন চুক্তি করে ফিলিস্তিনকে যে টিকা ইসরায়েল দিতে চলেছে তা নিয়ে সমালোচনা করে ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ টুইটারে বলেছে, “টিকাগুলোর মেয়াদ প্রায় ফুরিয়ে আসায় ফিলিস্তিন কর্তৃপক্ষ সব টিকা কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে।” ইসরায়েলের কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার প্রাথমিকভাবে ১ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। তবে সব ডোজ টিকা কখন পাঠানো হবে তা পরিষ্কার নয়। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা অগাস্ট কিংবা সেপ্টেম্বরে ফাইজারের টিকা পাবে। ইসরায়েল সরকার এক বিবৃতিতে বলেছে, তারা ফিলিস্তিনের কাছ থেকে টিকার চালান পেতে পারে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে। ফিলিস্তিন ইসরায়েলের কাছ থেকে টিকা পাওয়া ছাড়াও রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত এবং বৈশ্বিক কোভ্যাক্স কর্মসূচির আওতায় কোভিড টিকা পাচ্ছে।
×